শহুরে বাসিন্দারা কি বায়োডায়ভার্সাটির বাহিরে ?

শহুরে বাসিন্দারা কি বায়োডায়ভার্সাটির বাহিরে ?

Spread the love

শহরে যারা বসবাস করে তাদের অনেকেই মনে করে তাদের প্রাত্যহিক জীবনে জীব বৈচিত্র‍্যতার কোন প্রভাব নেই। কেননা তারা আছে ইটের শহরে। ডানে বামে সবদিকে শুধুমাত্র ইট কুঠারের ঘর। নেই কোন জঙ্গল, নেই কোন ঝর্ণা, নেই কোন পাহাড়। খিদে পেলে বাজারে যাই। শাক সবজি কিনে আনি বাজার থেকে। আর আমিষের চাহিদা মিটাই বাজার থেকে কেনা কোন গৃহস্থালির লালিত পালিত জীব থেকে।
.
এটা স্বাভাবিক। কিন্ত আমাদের বুঝা দরকার আমরা এমন এক গ্রহে বসবাস করছি যে গ্রহের খাদ্যশৃঙখলা এরকমভাবে সাজানো যার বাহিরে যেতে হলে আমাদেরকে এই গ্রহের বাহিরে অবস্থান করতে হবে। যা প্রকৃতপক্ষে অসম্ভব এক কাজ। আমরা কেউ নির্দিষ্ট বাস্তসংস্থানের বাহিরে যেতে পারব না। এরকম ব্যক্তির কথা চিন্তা করুন যে থাকে কোন অত্যাধুনিক মেট্রো সিটিতে আর কেউ এরকম যে আছে কোন গাছ গাছালি তে পরিপূর্ণ এলাকায় তার জন্যও একই কথা। এই বায়োডায়ভার্সাটির বাহিরে যাওয়া একমাত্র সায়েন্স ফিকশনেই সম্ভব।
.
এবার আসল কথাতে আসা যাক, আমরা সরাসরি বন থেকে খাবার আহরণ করি না এটা সত্য। আমরা খাবার আহরণ করি কোন ফার্মের শাক সবজি, ফলমূল। এর সিংহভাগই ইনসেক্ট বা পোকামাকড় দ্বারা পলিউনেটেড বা পরাগায়িত হয়। অর্থাৎ আমি শহরে থেকে পোকামাকড়ের অবস্থান না দেখতে পেলেও আমাদের বাজারে তরতাজা সবজি জানান দিচ্ছে যে এর পিছনে কোন না কোন পোকার ভূমিকা ছিল। সাপের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে বেশিরভাগই আমরা তা ভয় পাই। কিন্ত এই সাপ কোন গ্রামের ক্ষেতের পাশে অবস্থান করে ইঁদুরের গর্তে প্রবেশ করে ইঁদুর তাড়াচ্ছে তার ফায়দাজনক অবস্থান হিসেবেই আমার প্লেটে পর্যাপ্ত ভাত রয়েছে।
.
একইভাবে আপনি নদীতে যে পরিমাণ প্লাস্টিক ফেলছেন তার বিশাল এক অংশ সমুদ্রে চলে যাচ্ছে। এই প্লাস্টিকের প্রভাব সমুদ্রের বায়োডায়ভার্সাটি কে পরিবর্তন করে দিচ্ছে। একইভাবে তা নদীরও ক্ষতি বয়ে আনছে। মাছের ডিম ছাড়া কমে যাবে। যেমনঃ কর্ণফুলীতে প্রতিদিন কম করে হলেও ২২ হাজার টন শক্ত ও তরল বর্জ্য ফেলা হচ্ছে। এর ফলাফল হিসেবে যা হচ্ছে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় যেসব মানুষ বসবাস করছেন, নদী দূষণের প্রভাব তাদের ওপরেও পড়ছে। এর কারণে বাড়ছে পানিবাহিত রোগ। নদীর তীরের বাসিন্দাদের ঘরবাড়ি স্থানান্তর করতে হচ্ছে। এছাড়া, দূষণের ফলে নদীতে কমছে মাছ। ফলে পেশা পরিবর্তনের দিকে ঝুঁকছেন জেলেরা। [১] একটা আশ্চর্যের ব্যাপার হল যে ময়লা কর্ণফুলীতে ফেলা হচ্ছে তার অধিকাংশই কিন্ত সরাসরি কর্ণফুলীতে ফেলা হয় না। তা ফেলা হচ্ছে কর্ণফুলী সংশ্লিষ্ট কোন না কোন খালে। আরেকটা ব্যাপার হল সমুদ্রের যে প্লাস্টিক দেখে আপনি ভীত হচ্ছেন তার নব্বইভাগই কিন্ত নদী থেকে আসা। [২] অর্থাৎ প্লাস্টিকের কারণে যদি সমুদ্রের বায়োডায়ভার্সাটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যাবে এর পিছনে বহু ক্রোশ দূরে বসবাসকারীরা দায়ী। অতএব আল্লাহ্ তায়ালা বায়ো ডায়ভার্সাটির যে চেইন অফ কমান্ড তৈরি করেছেন আমরা কেউই তার বাহিরে না। ধনী হতে গরিব, দেশের প্রেসিডেন্ট হতে শুরু করে গ্রামের সাধারণ কৃষক সবাই সুস্থ বায়োডায়ভার্সাটির দ্বারা উপকৃত হব। আর বায়োডায়ভার্সাটি যদি অসুস্থ হয়ে যায় তাহলেও তদ্রুপ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব।

লিঙ্কসমূহঃ
[১] The Daily Star: https://bit.ly/3g4phFo
[২] World Economic Forum : https://www.weforum.org/…/90-of-plastic-polluting-our-ocea…/

৪ thoughts on “শহুরে বাসিন্দারা কি বায়োডায়ভার্সাটির বাহিরে ?

  1. CBD oil for pain

    I really like reading through an article that will make people
    think. Also, thanks for allowing for me to comment!

  2. buy cbd gummies

    I think the admin of this web page is genuinely working hard in support of his
    web site, since here every material is quality based stuff.

  3. Freelancer Ghazni

    Hire Expert Freelancer According To Your Needs.
    .
    I’m Mahmud Ghazni From Bangladesh. I’m a Professional IT Freelancer. First of all, I apologize for making such a comment on your site. You may think this is spamming but I am only doing this for the purpose of attracting the attention of clients.
    .
    I’m able to make this comment on your website which means your website may be brand new or not yet properly configured. That means you may need a professional help. And if that happens then, I’m here to help you. I’m a Porfessional Web Design & Developer. For the past 3 years I have been providing services to various IT company in our country. Due to the current Covid pandemic situation and the impact of the lockdown, many companies have closed down. That’s why I’m currently offering freelance services to international clients. Since I am a new Freelancer in the online marketplace, That’s why I’m trying to reach clients in various ways.
    .
    You can hire me from here: https://ghazni.me
    .
    I’ve a lot of experience with WordPress such as WordPress Theme Customization, Landing Page Design, Fixing 500 & & 404 Errors, Website Migration, SEO Optimization, Malware Removal, BulletProof Web Security, Fixing other WordPress issue etc.
    .
    If you need any kind of help, Feel free to contact with me. I’m always ready to help you. Hopefully, I will be able to gain your trust and satisfaction.

  4. delta 8 supplement

    you’re truly a just right webmaster. The website loading velocity
    is incredible. It kind of feels that you’re doing any unique trick.
    In addition, The contents are masterpiece. you’ve done a magnificent
    process in this matter!

    Look at my page :: delta 8 supplement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *